তারপর একদিন প্রিয়া চলে গেল একলা
তখনতো ব্যাস্ত ছিলাম এখন কাটেনা বেলা।
ও চেয়েছিল বুকের এক খন্ড খোলা আকাশ
ওকে বোঝার কোন দিনও পাইনি আবকাশ।
ও যদি আজকে ফিরত আর একটিবার
আমার মরু-প্রেমকে করতাম পারাবার।
প্রিয়া তুমিযে আমার সারা জীবনের স্বপ্ন
ভুল বুঝনা আমি আজ তোমাতেই মগ্ন।
ভেবনা এ-গুলো সব কবির বানান কাব্য
হয়তো তোমার কাছে এখন বোর আভাব্য।
তবুও বলতে চাই প্রিয়া তুমিতো আমার
ভুলটা আমিই নিলাম ঠিকটা শুধুই তোমার।