এখনো দেখিনি তোমায় তবু জানি তুমি রক্তে
অনুভব গভীর শিহরণে জেগে থাকো মিশে
অদৃশ্যে আলাপন হয় শুধু মিছেমিছে
না জানি অদ্ভুত অনুভুতিতে জাগো নিশি রাতে!!
সাড়া দাও সময় হলে বেখেয়ালীর বেশে
কেমন যেন কাঙ্গালীপনা থাকে ভ্রুনে মিশে।।
অগোচরে ভাবনা আমার কল্পনাতে যায় মিলেমিশে
স্বপ্নে দেখি সত্যি যেন হয় ভাবি বাস্তবে বসে।।
ঘিরে থাকে অনেক স্মৃতি জল্পনা কবি ভাবে
রাগ-অভিমান ক্লেশ যত সব ফুরিয়ে হাসে!!
মৃত্তিকাতে রঙ লেপনে কেমন সুদৃশ্য প্রকাশ্যে
আধার রজনীতে শোভিতে চন্দ্রিমা মিটিমিটি হাস্যে!!
টানে নাড়ি রক্ত গাঢ় ভাঁজে পিছুতে ডাকে
মায়া জড়িয়ে স্বপ্ন ফিকে অস্তিত্বে বাঁচে!!
শত বাধা উপেক্ষায় আসবে তুমি ধরার বুকে
ভ্রুন থেকে পূর্ণাঙ্গ বৈচিত্র্যতায় তুমি স্বরূপে!!