ভালোবাসার ধরন


ভূমিষ্ঠ হলে শিশু আদরে মাখোমাখো
আধোআধো বুলি কাড়িয়ে নেয়া স্নেহের পরশ
এ যেন অনাকাঙ্ক্ষিত পাওয়ার বাসনায় লিপ্তে মন,
ভালোবাসার ধরন বদলে জুড়িয়ে যায় অন্তর দহন।।

গভীর দোলায় ক্ষরণপাতে আস্থা মেলে সদ্যোজাতে
নিভৃতে ও স্বস্তি মেলে এ ডোরে রাখবে বলে,
হৃদয়হরণকারী বেশে মাতিয়ে রাখে অন্দরমহলে
তরীর হালে শক্ত রাখে নাবিক বেশে ঘূর্ণিপাকে
জলোচ্ছ্বাস কিংবা উচ্চচাপে শীতল রাখে খুনসুটির বেশে।।


ভালোবাসায় সিক্তে মন আলতো ভাঁজে তৃপ্তির অনুসন্ধানে
কে যেন পরম প্রাপ্তি ধন্য করে জীবন অভিভূত মনে,
মনোরোমা ধরিত্রীতে অপ্রাপ্তি তেও বাসা বাঁধে শূন্য চাওয়ায়
নিকষ সমীকরণ থেকে বেরিয়ে আসে অঙ্কুরিত বৃক্ষ।।

রঙিন তুলিতে জল আল্পনা আঁকে এ প্রেম
পরিণত স্নেহে বেড়ে ওঠা সদ্যজাত আঁখি মেলে,
খুশিতে এলিয়ে সহজাত কেমন স্মিত হাসি
তাই বলে ভুল ভেবোনা এ ভালোবাসার ধারণকে।।