শান্তি কোথায়?


শান্তি কোথায় খুঁজিস মন
       খোঁজ আপন অন্তরে,
বর্হিজগতে খুঁজতে গেলে
        পাবি শুধু ব্যথা রে।।
অশান্ত দিয়ে জগত গড়া
       চাই আরও চাইরে,
হিসেব খাতায় শূন্য হলে
           মন ব্যাকুল বনে!!
ছুটছে যে মন দিবানিশি
         ছুটছে সরিৎ পর্বতে,
আশায় নেশায় চঞ্চল চিত্ত
        ডুব দেয় সাগরে।।
স্বর্গসুখে শান্তি খোঁজে
       শান্তি বাইরে নাইরে,
আপন কাজে শান্তি খোঁজ
         পাবে অচিরে।।
আকাশ বাতাস মন্থরেতে
         কখনো প্রখর তাপে,
লুকোচুরি খেলাশেষে একদিন
          রইবে শান্ত যে।।
শান্তি কি জমাট বাঁধে?
          একই স্থানে রয়,
চিত্ত সাগরে খোঁজ তারে
              পাবে ক্ষনিকেই।।