সাম্প্রদায়িক অপমান



আর কতকাল রক্তঝরলে
শান্ত হবি পাষাণ বল?
ধর্মের নামে কলঙ্কিত জাতি
চোখের ঝরায় জল!!

রক্ত শুষে দানব দৈত্য
ডাকে খোদার দরবারে,
হে প্রভু ঈমানদারী মোরা
ধর্মমানি বেশ ঘটা করে।।

অন্তর মোদের জাতি হিংসায়
রক্ত শুষে শোষণে,
দাঙ্গা লাগিয়ে বেহস্তখুঁজি
দোহাই দিই ঈমান ধর্মে।।

কোন ধর্মে শেখায় তোদের
মানুষ মারায়, লাঞ্ছিত করে
শান্তি আস্হা  বল?
সংঘাতে জড়িয়ে শান্তি! ধর্মের দোহাই ছল।।

রক্ত কি শেখায় তোদের?
রক্তে পৃথক হিন্দু -মুসলমান,
দাও তাড়িয়ে ওই হিন্দু !
পাবে বেহেস্তে স্হান।।

গীতা, বাইবেল, কোরআন বল
মানবতা ধর্মে সমান ।।
ধর্মে উৎচ্ছেদ-অরাজগতা চায় না
চায়না কখনো অপমান।।

হও রে মানুষ মনুষ্যত্ব বিবেকে
হও রে মহীয়ান,
জাগ্রত কর জ্ঞান-শিক্ষা
ঘুচাও সাম্প্রদায়িক অপমান।।


কবিতা গুলোয় নিয়মিত পাঠ ও মন্তব্য করতে পাচ্ছি সাহিত্য সহপাঠী গণ শারীরিক অসুস্থতার কারণে,,শুভ বিজয়া সবাই ভাল থাকবেন কিছু মনে করবেন না ❤️❤️