প্রকৃত মূল্য ------


দাঁড় কাক কাক ই থাকে
তাতে কি-বা আসে যায়
কাকের গায়ে ময়ূরীর পালকে
কাক কি ময়ূরী হয়!


শোভা যত বসনে ভূষণে
সে তো প্রকৃত শোভা নয়
হীরের শোভা নকল শোভায়
জ্বৌলুস ফিকে হয়!


যে যা খুশি তাইরে নাইরে
শোভায় কি-বা আসে যায়
প্রকৃত মূল্য জ্ঞান ভান্ডার টুকু
জানে প্রকৃত প্রজ্ঞাবান।


রঙিন পৃথিবী রঙিন স্বপ্নন
বিশ্ব কত বৈচিত্র্যময়
তবুও কত পিপাসা থেকে যায়
অপ্রিয় সত্যকে জানায়।


চাকচিক্যে নথিতে তুমি আমি  
শোভা কত বিচিত্রত্তর
অনভিপ্রেত চাওয়া পাওয়াতে অ-খুশি
কামনার দেবী ঈশ্বর।


শোভা যে যা আধুলি সিকি
তাতে কি-বা আসে যায়
মূখ্য চরিত্র তুমি খুশি কতটুকু
তোমার জীবনের খাতায়।


রি-----
১৯.০৪.২০২৪.