মৃত্যু নিয়ে শুরু হোক
((  শব্দ))


মৃত্যু নিয়ে শুরু হোক
রচে যাক স্মৃতিশোক
যা ঘটার ঘটে যাক
চিরন্তন ব্রহ্মলোক।।
অধর ভবিতব্য কেবা যুঝে
অঘটন পটীয়সী সৃষ্টি বটে
সৃষ্টিতে গাঁথা থাকে।।
অতৃপ্ত হৃদয় মাঝে
আর কিবা শান্তি রচে
ধ্বংস হয়ে নতুন বাঁচে
অনন্ত বিশ্ব সাজে।।
অলীক সংসারের বিন্দু রেখে
পাপ পূণ্য যাহা হোক
নতুন করে রচে যাক
মৃত্যু থেকে শুরু হোক।।
ক্ষণ আশা জন্ম হোক
ধুয়ে যাক জীর্ণ শোক
চঞ্চল চিত্তে স্হির হোক
শীতলে অনুভব।।
যা ছিল অপূর্ণ অকিঞ্চন
তা আবার নতুন হোক
অর্থপূর্ণ স্মৃতির তলে
ডুবে যাক মোহশোক।।
চূর্ণ হোক দম্ভের রাশি
প্রফুল্ল ধারায় অব্যাহতে
প্রাপ্তির খাতা শূন্য থেকে
মৃত্যুতে পূর্ণ যোগ।।
নিরব অশ্রু মুছে কেমন
জ্যোতির্ময়ে ধ্রুবলোক
লাজ ভয় দূরে সরে
নতুন সৃষ্টিতে অমর।।
যা সদ্য ভ্রান্তি ছলে
তা পুনঃ শোধিত হোক
উপহার প্রেমাশ্রুতে
পৃথিবীর জীর্ণ স্খলন দূর হোক।।
আবার ফিরে নতুন আলো
দগ্ধে ক্ষতে লয়ে,
জীর্ণ পৃথিবী উজ্জ্বল বয়ে
অলৌকিক পরলোক স্হিতিতে বরণ্যে।।