কাব্য ~~
রোজ কাব্য সৃষ্টি হয়
অলিতে গলিতে চায়ের ভারে!
আমি বলি না সম্ভব নয়;
এ শুধু বুলি আওড়ানো নয়।
কাব্যের তো জাত চাই
কাব্যের রস চাই
এক পংক্তি পড়তে মনের যে খোরাক চাই
সে যেন নিগঢ়ে প্রাঞ্জল ভাষায় বহিঃপ্রকাশ করে।
কাব্য সে তো জলে-ভাতে নয়
অব্যক্ত মনের ভাব ফুটিয়ে তোলে
মনের ক্ষত ঔষধের মত ব্যবহারের জন্য
কখনও সে বৃষ্টি ঝরা পাতার মত
কখনও সে প্রখর খর তাপের মত
আবার কখনও সখন ও নিজেকে অট্টহাসির মত বিলিয়ে দেবার মত।
কাব্য সে তো স্বাধীন চেতা
রোজ সৃষ্টি সে ও তো অদম্য মেধার বলে
সহজলভ্য কোন বস্তু নয় ছড়িয়ে ছিটিয়ে নিজের সত্তা বিকিয়ে দেবে
কাব্য সে তো স্পন্দন জাগায় হৃদয়ে
কখনও ঝড় তোলে সমুদ্রের উত্তাল ঢেউয়ের মত
কখনও মর্মস্পর্শি ঘটনার সাক্ষী
আবার কখনও আনন্দের অংশীদার
কিন্তু সর্বপরী যা শেখায়
সে হল জীবন দিয়ে অনুভূতি
এ বাচঁতে শেখায়
চলতে শেখায় দীর্ঘ অপেক্ষার অবসানে
জীবনকে ছন্দে রাখে
প্রতি মুহূর্তকে বন্দি করে জীবদ্দশায় নয়তো অতীত স্মৃতিতে।
☆☆রিনা দাস
18.08.2022.