যখন আমি থাকবো নাকো
যখন আমি থাকবো নাকো
স্মৃতি পরে রবে,
দূর আকাশে সাদা ভেলায়
শূন্য স্মৃতি রবে।।
ঊর্ধ্বপানে দোদুল্যমান সমীরণে
লুপ্তে যত কথা,
পিছন ফিরে তাকাবো না
দাও যত আশ্বাস ঢেলে।।
কালের যাত্রায় যাব তখন
দেহখাঁচা ছেড়ে
প্রলাপ বিলাপ মৌন রবে
শূন্য শূন্যে লয়ে।।