অভ‍্যেস~~

আজকাল ভুলে যাওয়াটা অভ‍্যেসে পরিণত হয়েছে
কখনও দিনের তারিখের হিসেবে
কখনও মাসের তারিখের হিসেবে
সপ্তাহান্তে তো বার ভুলে যাই!
রোজকার মত তো সময় দেখতে ভুলে যাই
খাবার কী সেও ভুলে যাই
শুধু ভুলি না কান্নার শব্দে
ওৎপেতে শুনি ওই বুঝি আওয়াজ এলো!!
পেছনে থেকে ডাকছে,
কোথায়?
কোথায়; গেলে কাছে এসো
বড্ড খিদে পেয়েছে
নয়তো অভিমানে কান্নার শব্দে বাটি মাত করিয়ে দেব।
বুলি আওড়াতে থাকে
কাছে পেলে স্মিতহেসে ভোলাতে থাকে সমস্ত কর্মকান্ড
অদ্ভুত মায়াজালে জড়াতে থাকে
কখনও মাকড়সা জালের মত
কখনও তো চক্র গুহের মত
সেবেলা ভুলে যাই অতীত কি ভবিষ্যৎ
এমনকি নিজের ক্লেশটুকুও।
নিজের খিদে সংবরন করে যেন উজাড় করে মাতৃ মমত্বের
নিজেকে বিলিয়ে দিই
নিজেকে যেন স্নেহের অটুট বন্ধনে আবদ্ধ করি,
ভুলে যাই নিজের অস্তিত্ব;
ভুলে যাই কৃপণতা, অসাধুত্ব বাচিকতা
ভুলে যাই রকমারি ভোগ বিলাসিতা কিংবা রসনা নিবৃত্তির প্রবণতা
এ যেন অপূর্ণ জীবনের এক নতুন প্রাপ্তি!
আর এর শেষটায় হয়তো অনেকের সৌভাগ্য
আর নয়তো পরিণতি দুর্ভোগের
ভুলে যাওয়া অভ‍্যস যেন সারাজীবন  আকড়ে ধরে
অভ‍্যসে পরিণত করে।

☆☆রিনা দাস
15.07.2022