আমার  আমি ~~

আমার আমি অন‍্য নয়কো
আমি আমার মতো
অন‍্যের আমি হতে চেয়ে
আমার আমি'কে ভুল নাকো।।

আমার আমি ভিন্ন চরিত্রে
অভিনয় করতে যেয় নাকো
আমার আমি'কে আমি খুঁজি
এ আমি'র মতো।।

লোকে যা বলে বলতে দাও
চুপটি করে থেকো
আমার আমি ঘাতক নইকো
শুধু খেয়ালটি রেখো।।

কাল ধলো বিদঘুটে যা
রঙ বহি সঙ শতো
আমার আমি সত্ত্বাই খুঁজি
এ আমি'র মতো।।

সরল,বোকা যাই বলুক
আমি আমার মতো
গতির ধারাই চলি আমি
নয়কো অন‍্য আমি'র মতো।।

☆☆
১৮.০৪.২০২২
রিনা দাস--