মাঝে মধ্যে হঠাৎই হারিয়ে যাবার
আশংকা পাঁজরের আকাশ জুড়ে
পাংশু ও মুখের দিকে চেয়ে থাকি নিস্পলক
কী যেনো কথা কাকলির উঁকি ঝুকির বিজ্ঞাপন
স্ক্রীনটাচ্ করতেই বিদ্যুৎ তরঙ্গ ফোর ফর্ট্টি ভোল্টেজ
গলাগলিতে ইনভিজিবল হবার অভিলাষে
বিগলিত মূর্ছনা শোনা যায় চারপাশে


তারপর যাবার উদ্যোগ মোচড় মেরে
খাঁ খাঁ শূন্যতাকে অভিবাদন জানায়
পারি না তবু দূরত্ব যখন আত্মীয়
গন্তব্যের ট্রেন পায়ের নাগালে হাত ছুঁয়ে  
বলে ওঠে ‘বেলা বয়ে যায়’


তুমি অদৃশ্য হবে কখনো
এটা ভাবলে গভীর মননে উচ্ছৃঙ্খল হয়ে ওঠি
তারপর মিছিলে নামে ভেতরে অনু-পরমাণু
নিউটন, প্রোটন, ইলেকট্রন কণা


আর মাত্র কটা বছর
অন্তত: রবীন্দ্র বয়েসটা পার হতে দাও
তারপর আর কোনো দাবী নেই
নিশ্চিত থাকতে চাই আমি
হতে পারো না তুমি অসময়ে অদৃশ্য!