সারাদিন পেঁজা পেঁজা বৃষ্টি। জানালায় ধোঁয়া ধোঁয়া গোমট আঁধার। কাটছি বর্ষার স্রোত সাঁতরানো শ্যাওলা নদীর ইলিশ। সমুদ্রের নুন নিয়ে মৎস্যগন্ধার সুগন্ধিতে ভরে আছে রান্নাঘর। ইলিশ প্রিয় তোমার উচ্ছল মুখ মনে ভেসে উঠতেই কেটে গেলো আদুরী আঙুল। রূপালী ইলিশের নোনা জোল স্বাদে গন্ধে রান্না ঘর পেরিয়ে সার্বজনীন রূপ পেলো। ভালোবাসা তুমিও অনেক দূর। যতদূর যায় ইলিশের সুবাস অচেনা যাত্রীও একবার ছেঁকে নেয় শ্বাসনালিতে। এমন দিন আর সত্য নয় গন্ধ শূঁকে থাকবে। এখন নাগালে নদী-সমুদ্রের মৎস্যরাজ। দূরত্ব ঘুচুক আমন্ত্রণে; নিমন্ত্রণ তোমারও জীবনে আরো একবার !