রাস্তার ধারে ফুটপাতে দাঁড়িয়ে থাকা একটি শিশু
উসকো চুলে খালি গায়ে কাঁপছে দুরু দুরু
রাতের আধার বাড়ছে বড়,বাড়ছে আরো রাত
ফুটপাতের ধারে কাগজ বিছিয়ে হয়েছে সে কাত।
শীতের তীব্রতায় কাঁপছে সে কাঁপছে সারা দেহ
আদরে উষ্ণ পরশ দেবার নাই যে তার কেহ
একটু আদর একটু ভালবাসা একটু উষ্ণ পরশ
শিশুর মনে দেয় প্রশান্তি,দেয় যে এনে হরষ।


কোটি কোটি শিশু ঘুমায় আদর স্নেহের লেপে
তারা শুধু পায়না খুজে ছেড়া কানি ও মেপে।
এই ধরনিতে শত কোটি মানুষের ও বসবাস
শীত বস্রে এগিয়ে আসার যায়না পাওয়া আভাস।
শিশুরাই আগামীর রং,আগামীর বোনা জাল
শিশুদের রক্তে হয়না যেন পিচঢালা পথ লাল।
শিশুরাই গড়বে পৃথ্বী, করবে জয়ে জয়োৎকার
তবে প্রশ্ন হল শিশুর জীবন কেন আজ ছারখার?