তোমার খ্যতির প্লাবনে ভাসছে ঘাস
কাঁপছে পাহাড়,সবুজ বনবাস।
তোমার চোখের ইশারায় পটছে নারী
জুটছে গাড়ি,মিলছে বাড়ি।
ঠোটের হাসিতে করছো নারিকে কাত
করছো প্রেম,জীবন বরবাদ।


এই হৃদয় আকাশে কল্পনার ছলে
মিষ্টি হেসে অনুভ্রুতি নিলে
মিথ্যে ভালবাসার মায়ায় জড়িয়ে
শূন্য হাতে বিদায় দিলে।


চোখের নদীতে সাতার কেটে তাই
নিজেকে গড়ে তুলেছি আবার
চোখের মনি হতে চেয়েছি বলে
চোখের বালি ভেবে ফেরালে
মাটির মত নিথর হয়ে আজ
নিজেকে রাখি ঘন আড়ালে।


শুদ্ধ ভালবাসার স্বাদটুকু কী
বোঝতে চেয়ে ও তা বোঝোনি।