এই যে তুমি ,হাস্যদেবী তোমাকেই বলছি
তোমার পাগল করা মন মাতানো হাসি থেকে
আমায় একটু হাসি একটু
শুধু একটু হাসি ধার দেবে?
আমিও ম-ন ভরে,প্রা-ন ভরে হাসতে চাই।
এমন হাসি যা আমাকে অন্য স-ব কষ্ট ভুলিয়ে দিবে।
এমন করে হাসতে চাই যে হাসি সমদ্রের ঢেউকে
থামিয়ে দিবে,পৃথিবীকে স্তব্ধ করে দিবে।
জানো, আজকাল এত্ত এত্ত কষ্ট এসে আমাকে
ঝাপটে ধরছে যে
আমি শত চেষ্টা করেও কষ্ট গুলোকে
দূরে ঠেলে দিতে পারছিনা!
যত ই দূরে ঠেলে দিতে চাইছি কষ্টগুলো যেন আমায়
আরো বেশী করে আকড়ে ধরছে!
আমি স-ব কষ্ট ভুলে একটু হাসতে চাই।
হাস্যদেবী ,আমায় একটু হাসি ধার দেবে???