এসো হে নবীন দল
এসো আজ জেগে উঠি
বিশ্বকাপ ফুটবলের আগমনে চলো
বিজয়ের গান তুলি।
চার টি বছর পরে আবার ও
ফিরে এলো বিশ্বকাপ ফুটবল
বিশ্বজুড়ে হবে খেলা
খেলবে যারা বুকে নিয়ে বল।
চলো সবাই মিলে প্রেরনা যোগায় তাঁদের মনে
উল্লাসে মেতে উঠি বিশ্বকাপ ফুটবলের আগমনে।
হৃদয় এ যেন বাসন্তি বাতাস দোলে
দলে দলে চলো মেতে উঠি ফুটবলে।