পূর্ব-পশ্চিম উত্তর দক্ষিণ দিগন্তবেষ্টিত দেশ,
সোনালি ফসল মাতৃস্নেহে পূর্ণ মোদের স্বদেশ।
স্বর্গের ন্যায় স্বদেশ পাড়ে খুশি বিরাজমান,
তাহা দেখিয়া হিংসা করিল ইংরেজ বণিকগন।
শ্বেতত্বকের মনুষ্য পশু আসিল মোদের দেশে,
বাণিজ্য করিবার ছলচাতুরিতে শাষনভার লইল পরিশেষে।
শাষন করিল শোষন করিল, করিল অত্যাচার,
খুশির প্রদীপ নিভাইয়া দিয়া, আনিল দারিদ্র অনাহার।
অত্যাচার চরমে উঠিল, সর্ব সহিবার বাহিরে,
বাংলার বীরেরা রব তুলিল প্রতীবাদি স্বরে।
সবুজ বাংলা লাল হইল, বহিল রক্তধারা
কত প্রাণ বলি হইল, হার মানিল না তাহারা।
বিনয় বাদল দিনেশ সহ শহীদ ক্ষুদিরাম,
জীবন দিয়া বুঝায়য়া দিল স্বাধীনতার দাম।
সংগ্রামের পর সংগ্রাম করিয়া সাতচল্লিশ আসিল,
ত্রিরঙা পতাকা হস্তে লইয়া বন্দেমাতরম ধ্বনি দিল।