কন কনে ঠান্ডা আর হাড় কাঁপুনি,
ঠান্ডা ঠান্ডা লাগে গায়ে দেয় শুধু ঝাঁকুনি,
চুপ চাপ শুয়ে থাকি মাথা মুড়– দিয়ে,
বই-পুস্তক সব কিছু শিকে তুলে দিয়ে।
কুয়াশায় ভিজে গিয়ে ঘাসগুলো হয় টুপ,
চারিদিক থমথমে প্রকৃতিটা খুব চুপ।
পিঠা-পুলির ধুম পরে পাড়া-গায়ের ঘরে,
খায় সেথা ভাঁপা, চিতুই ভারি মজা করে।
আবার দেখি শহরের ওই ফুটপাতেরই পরে,
নিঃস্ব ওই মানুষ গুলো শীতের জ্বালায় মরে।
একটু চেয়ে দেখত যদি বিত্তবানের দল,
আজকে হয় তো থাকত এদের লেপ, কাঁথা, কম্বল।
পৌষ ও মাঘ মাসে হয় শীতের অনাচার,
এই সময় কমে যায় গাছের পাতার বাহার।