যোগ বিয়োগের অঙ্ক কষিলাম যত,
দিবা-নিশি ফল শূন্য পাইলাম তত,
ভ্রাতার প্রেম, বন্ধুর প্রেম, প্রেমও-প্রিয়ার,
পিতৃস্নেহ, পুত্র স্নেহ সোহাগ ও মাতার।
যোগাযোগ হৃদয়ে করি যতবার,
বিয়োগের ধারাপাতে শূন্য অশ্রু হার।
যোগ-বিয়োগ মিলে আমি যত শূন্য পাই,
অতি যতনে হৃদে গুননে মিলাই
গুনণ করিয়া সংখ্যা বেড়ে যায় যত,
এই বিশ্ব প্রেমের গান শুনিলাম তত।
এই প্রেম তরঙ্গ ঘাতে জানিনা কখন
গুনন ছাড়িয়া শেষে ভাগের ও আসন
শত সহস্র খন্ডে যত ভাগ করি
ভাগে ভাগে মিলে শেষে আছে এক বাড়ি।