গাড়ি একখান বানিয়ে,
ইঞ্জিন দেন বসিয়ে।
ষ্ট্যায়ারিং রাখেন নিজের হাতে।
দু’চাকার গাড়ি খানা,
তেল-মবিল কিছুই লাগে না,
চলে তার নির্দেশ মতো।
যেথায় খুশি সেথায় চলে,
ব্রেকের প্রয়োজন নাহি পরে,
সঠিক পথে চলার জন্য
দিয়েছেন সঠিক পথের দিশারি।
পরকালে নাজাত পাবে হলে রাসুলের অনুসারী।
তার নির্দেশে চললে পরে
পাবেন নাজাত পরপারে।
সময় থাকতে ধর হাল
নইলে তুমি কষ্টে থাকবে চিরকাল।
অন্ধকারে ঘুরবে তুমি আলোর দিশা পাবে না
ব্রেক যখন দিবে টান
থাকবেনা আর তোমার জান।
অচিনপুরে চলে যাবে
সাথী তোমার নাহি পাবে।
এই সুন্দর ভূবন পরে রবে।
কাদবে তোমার আপন জন।
কর্ম তোমার সাথে যাবে।
সাথী হবে আল কোরআন।
পূন্য যদি থাক করে,
পাবে নাজাত পরপারে।
সময় থাকতে ধর হাল,
নইলে কষ্টে থাকবে চিরকাল।