দেহ যখন তোমার নিথর হবে
উত্তরমুখী মাথা দিয়ে শুয়ায়ে রাখিবে
সকলেই ডাকবেন বারেবারে তোমায়
কিন্তু তুমি সেদিন কিছুই বলিতে পারিবে নারে ভাই।
হালকা গরম পানিতে কুলপাতা আর কর্পূর মিশিয়ে
সবটাকে ধোয়ায়ে, আতর গোলাপ লাগিয়ে
সাদা কাফন পড়াইয়ে খাটিয়াতে দিবে চড়াইয়ে
নিয়ে যাবে আসল ঠিকানায়।
পড়ানো হবে জানাযা, আযান একামত বিনা,
দাড়িয়ে নামাজ পড়বে বসার প্রয়োজন হবে না।
গভীর শোকে বুক ভাসাইবে
তুমি যে আর আসবে না।
সাড়ে তিন হাত কবর খানা,
এটাই যে তোমার আসল ঠিকানা।
স্বজনেরা আসবে রেখে,
অন্ধকার সমাধি মাঝে
একা তুমি শুয়ে রবে,
সাথী তুমি নাহি পাবে।
যতই চিৎকার কর তুমি
কেউ তো আর শুনবেনা।
আমল যদি থাকে ভালো
অন্ধকারে পাবে আলো।
মুনকির নকির আসলে পরে
খুশিতে তোমার বুক ভরে
মনের সুখে  উত্তর দিবে
ভয় তুমি নাহি পাবে।
জান্নাতের দরজা খুলে যাবে
কবরেতে তুমি শান্তিতে থাকবে।
সাড়ে তিন হাত কবর খানা,
এটাই যে তোমার আসল ঠিকানা।