ছন্দ মিলবে না।
সাদা পাতায় কালির আঁচড় পড়বে না,
তবুও সাদা রঙ মলিন হবে।
আমি পণ করেছি-
ভালোবাসব না তোমায়;
তবুও প্রেম আমায় ছাড়েনা।
অমাবস্যার রাতে ও
চাঁদ ঘোমটা খুলে দেবে।
সে আর যাবে না অভিসারে।
প্রেমের কলঙ্ক চাঁদ একা কেন বইবে?
সূর্য নিজের প্রেমের কলঙ্ক পুড়িয়ে দিয়েছে।
চাঁদ , তুমি যেও না অভিসারে,
এনে দেব তোমায় ঘৃণার উপন্যাস?
শিখে নাও, প্রেমের গোপন নাম অহংকার।
সূর্য কে ভুলিয়ে দাও অমাবস্যা।
চাঁদ, দুখী হাসি তোমায় মানায় না,
যেমন মানায় না আমার কবিতা লেখা।
চাঁদ, আমিও আর ভালোবাসব না।