আমি ঠিক আগের মতনই আছি,
উদাসীন আর পাগল।
আমি যহন একটু সংসার নিয়ে ভাবতাছিলাম,
তহন তুই ছাইড়া গেলি।
তাই আর ভাবিনাই ওসব নিয়া ।
বাদ দে আমার কথা,
কেমন আছস?
তোর মানুষডায় কেমন আছে?


হয়তো ভালোই আছস!
অবস্য খারাপ থাকনের কারন নাই।


জানস, সেইদিন অনেক কানছিলাম।
তারপর তো মদের অভ্যাসডা কইরা নিলাম।
তারপর আর কি,
আস্তে আস্তে সব হারাইলাম।
চাইপ্পা ধরলাম কবিতাডারে।
যেই কবিতার প্রতিটা লাইন,
তোর কোথা কয়।


জানিনা সেদিন আমার তোরে আটকানোর শক্তিডা কই ছিলো,
শুধু একটা কাগজ হাতে থ হইয়া দাঁড়াইয়া,
তোর আমারে রাইখ্যা যাওন দেখছি।


এরপর তো কতগুলান দিন চইল্লা গেছে ,
আমি সেই পাগলের মতন
তোরে নিয়াই লিখি আর তুই,
তুই অন্যের গল্পে রানী ।


যহন আমি মদের নেশায় বুদ হইয়া যাই,
হয়তো তুই অইন্য নেশায়।
কতো অদ্ভুদ না সবডি !


অথচ গল্পডা চাইলেই আমগোর হইবার পারতো।