অারেক বার যদি জন্ম নেই
এই পৃথীবির মাঝে
         বিশাল নদীর স্রোত হব
                তোকে ভাসিয়ে নিতে।


অাবার যদি অাসি পিরে
      নীল অাকাশের নিচে
প্রবলঘূর্ণী বায়ু হব
       তোকে উড়িয়ে নিতে।


ফের যদি অাসি পিরে
      কালো মেঘের ভেলা হব
বজ্রপাতে বজ্রপাতে
তোকে পুঁড়িয়ে দেব।


অাবার যদি মাটির মানুষ
     হয় পৃথীবির বুকে
ভালবাসায় ভরিয়ে দেব
তোর শূণ্য বুকে।