তোর ব্যাস্ত জীবনের অাধ খানা ক্ষ্ণণ
       যদি দেস অামায়
তোর কি এমন ক্ষতি?


তুই তো সে রাণী রবি
        অামার কাব্য গৃহী।
প্রজা হওয়ার স্বপ্ন যে নেই তোর
সে জেনেছি তোর
       পথের দুলির কাছে।
তোর সুখের বিলাস
      সাক্ষ্য যে নাই
অামার নেত্রবারির।
শুভাঙ্কাকীর কন্ঠক পত্র
সে যে শুধুই নারী।।


ফুল যৌবনে পাপড়ি নাচাই
      শুভ্র সাগর বিচে।
অাত্বহৃতি হয় যে তার
উষ্ট পিষ্ট হারে ।।।