ভাবতাম অামি সবার চেয়ে
খুবই সুন্দর বন্ধু  হতে পারি
কিন্তু যেদিন জানলাম
নজরুল তার প্রিয় বন্ধু মতিহার কে  লিখল
ফজিলতুন নেছা কে না পাওয়ার কষ্টের অাকুতি
সে দিন বুঝলাম
মতিহার অামার চেয়ে ঢের ভাল বন্ধু
তার অপেক্ষায় কষ্ট ছিল
কিন্তু বিরক্তি ছিল না
তার অপেক্ষায় অনেক যত্ন ছিল
ছিল বন্ধুত্বের প্রতি বিস্বাস।।
সে দিন মতিহার কে খুব হিংসা হচ্ছিল।


নজরুল জানত কি কাকে বলছে
এই বলা কতটা নিরাপদ
অামার উপর তা নিয়ে ঢের সন্দেহ।।।
বন্ধু তুমি মতিহার
ছড়িয়ে পড়ুক তোমার বন্ধুত্ব।