তুমি বললে রক্ত মিছিল
তুমি বললে স্বাধীনতা
তুমি বললে বিদ্রোহী কবির
শব্দ ফলার তীক্ষ্ণ ছোরা।।


তুমি বললে শুভ্র সকাল
তুমি বললে স্নিগ্ধ দুপুর
তুমি বললে সেই তর্জনী
প্রতিটি বর্ণ অাগুন গোলা।।


তুমি বললে শান্ত বায়ু
তুমি বললে কোমল ঢেউ
তুমি বললে অাবার সিড়োর
সব কিছুই যেন ছন্নছাড়া।।।


তুমি বললে রাকালিয়া  বাঁশি
তুমি বললে উজানের সুর
তুমি বললে মুক্তি পাগল
তরুনের ঠোঁটে  শ্লোগান বিষ্পোরক।।


তোমার জন্য অামার এই গান
তোমার জন্য সব কবিতা
তোমার মাঝে অাছে অামার
বেঁচে থাকার স্বপ্ন  গাঁতা।।।