তোর বয়সে অামি ও ছিলাম
হাজার রঙে মেতে
ইচ্ছে মত রঙের ডালি
রাঙাতাম অাপন মনে।।


অাজ এই রং তো, কাল অন্য
রং এর ঘোরে ভাসতো মন
চোখ দাঁধানো হাজার রঙে
সময় কেটে যেথ।।


রোজ কত রং স্বপ্ন দিত
দু,চোখে তে বোনে
রংএর নেসাই কখন যেন
বয়স  গেল বেড়ে।


এখন সব ঝাপসা দেখি
রং চেনা বড্ড কষ্ট
তবু রং-এর স্মৃতি মনে করে দেয়
দিন গুলি ছিল কত বন্য।


সে রং নাই অার এখন
তবু জিহ্বে যেন সে স্বাদটা অাছে
যেমন করে প্রথম যৌবনের প্রেম
হৃদয়ে রং-এর ফানুস জ্বালে।।


সে অাধ খানা চা দু'জনা মিলে
কত রোজ খেতাম শেয়ার করে
সে রং মেশানো বন্ধুরা অাজ
বর্ণিল রং গেছে মিশে।।


পাস পিরানোর হাফ পেলানোর
সময় কারো নায়
রংঙিন ভবে রং-এর তাড়ায়
রং খোজে চলছে সবাই।


যদি অাবার  পেতাম পিরে
সে রংএর দিনগুলি
হিসাব কষে রাকতাম বেঁধে
কে নিল চুরিকরে সে রংএর দিনগুলি।