পান্নার চোখ জ্বলে আর দোলে
         সমীরণ তার সাথে, তালে তালে নাচে
                 সোমহীন মেঘ কেশ তার শোভা ডালে
                           মৃদু পান্নার হোংকার আবেগ গাঢ় করে।


অভিরত তার ভালবাসার গানের বাণী
        শুনিয়ে বেড়ায় অসিম নভমন্ডলে
               আপন হৃদয় মম: শ্রোতা খুজে অস্তির
                         রক্ত ধারা আপন শিরাই স্ফুলিঙ্গ ঝরাই।।


বোকা পৃথীবির বোকা প্রেম বোঝে কোন দুরন্তর।
       নিজের জন্য প্রেম চাই ধরণি সর্বত্র চিরন্তন
                  প্রাপ্তি ছাড়া ভালবাসা বিলোই এমন পাওয়া দুষ্কর
                       যে জন প্রেম বিলাই, পান্নার ন্যয় প্রেম হয় আপন।।