আমার কবিতায় এমন কিছু কই?
আমি যা ছাই লিখি,যখন তা সবাই পড়ে
বাহঃ সুন্দর বলে
আমার খুব হাসি পাই
আমিতো জানি কবিতা কারে কই!
কবিতা রক্ত,মাংস প্রাণ নেই
তবু সে তুমুল শব্দে,ছন্দে উত্তজনায়
পাঠকের হৃদয়ের সাথে কথা কয় ত্রিদিব।
আমার কবিতায় এমন কিছু কই?
মানুষ মাত্রই মানুষের সঙ্গী
কবিতা পাঠকের হৃদয়ের সুপ্ত মিলন
বর্ন সজ্জা, ছন্দ হারে, দীপ্ত মোড়কে স্বর।
আমার কবিতায় এমন কিছু কই?
প্রিয়ংবদার ধ্বনি শুধু
কর্ণ আর হৃদয়ের গহীন বলিষ্ঠ
কবিতা শুধু হৃদয়ে নয়,দু'চোখের তারাইও ছবি আঁকে।
আপন করিয়া পাঠক, বক্ষে,বাসর সাজিয়া লই।
আমার কবিতায় এমন কিছু কই?
হৃদয় কুসুম ভালবাসা প্রসাদ
কবিতায় যদি দিতে না পারি সোয়াদ
কেমনে কবিতার মলিন হাস, রাঙাবে বদন পাঠকের।
আমার কবিতায় এমন কিছু কই?
নিল ভালবাসা বা লাল বেদনা
নয়তো কিঞ্চিত সুখের উষ্ণ প্রলেপ
কিরণ ছড়াবে তাজী মানোসলোকে ।
আমার কবিতায় এমন কিছু কই?