নিরবে নিভৃতে   তাহার     লাগি উদাসী
আমার বুকের, পাজঁরে      ব্যথা উষ্ণতা।
চরম   তৃষ্ণায় -আকুল       মন নিগৃহ
অমনি ঝাপসা, সর্গিয়      মুখ আভির।
চোচীর বুকের, চৈত্রের       বর্ষা মিলন
মলিন তাড়িত-জুড়ানো    শুভ্র বাসর।

বন্দনা তোমায়, রাঙ্গিয়ো     নিল আভায়
আকাশ কুসুম  -ছোয়াতে    ছিল মায়াবী।
অমনি   রক্তিম -হৃদয়        গ্রীবা হরণে
চাহিনি পার্থিব -ক্ষণিক     পুণ্য  আপনা।
ভজন  বরণে - প্রার্থনা      স্নিগ্ধ  জীবন।
তাহারে সমীপ -আত্নার     সুপ্ত  বন্ধন।
মিলনে জাগিবে -সকল    কলি সংগম।










বিঃদ্রঃ দয়া করে কোথাও ভুল হলে ১টু বলেদিবেন।ইহা মহা কবি মাইকেল মধু -সুধন দত্তের আধলে সনেট লেখারর প্রচেষ্টা, যেখানে ৬ষ্টক এবং ৮ষ্টক  মোট ২ টি স্থাবকে ১৪ টি চরণ অাছে, উল্লেখ প্রতি টি চরণে ৫টি শব্দ সহ প্রতিটি চরণে যুক্ত বর্ণ সহিত ১৪ বর্ন অাছে।যেখানে প্রতিটি যুক্ত বর্ণকে ১টি বর্ণ ধরা হয়েছে।