অম্ল নিল মিষ্টি


খুব গুছিয়ে বাঁচা-থাকা-খাওয়া-লিখা কিছুর অভ্যাস নেই,যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, তখন দেখি রাস্তারপাশ দরে মেয়েদের যেথে, এটা কি লিখার কিছু হল?আশচর্য। হুম,কিন্তু অম্ল নিল মিষ্টি খুজে পায় যখন দেখি কিছু ছেলে কোন মেয়ে কে যেথে দেখে তাদের মধ্যে ঐ মেয়ে নিয়ে হাসে কথাবলে। সকল কাজ যেন ঐ থাকিয়ে থাকা, ঐ অম্ল নিল আলোচনার চেয়ে কম গুরুত্ব পূন।
ইদানিং আরেক ধরনের অম্ল নিল মিষ্টি দেখি কবিতার আসরে কেউ যখন ইচ্ছে করে মন্তব্য বড় করে, কপি করে তার. ।  ঃ  " ' ? : ইত্যাদি কেটে ঝেড়ে পেষ্ট করে,করতে থাকে।point বারানোর জন্য আরো অনেক কিছু দেখে অম্ল নিল মিষ্টি খুজে পায়।


বিঃদ্রঃ-কবিতার অাসরে কিছু দিন যাবৎ কবি বন্ধু"মায়াবতী মেঘের সিন্ধদা কে" দেখছি না,মনে হয় উনি খুব অসুস্থ যদি পারেন এডমিন দাদা একটু জানাবেন।