টিপ টাপ শিশির পড়ছে, পড়ছে তো পড়ছে
শুকনো পাতার ঝমকালো আলো
ভোর বেলা ফুটে উঠে।


তাই দেখে বাংলার মানুষের মন আনন্দে আত্নহারা
সারাদিন শীতের আমেজ নিয়ে কাজ করতে পারা
তবুও ভোর বেলা মুখের হাঁসি ফোঁটা।


জীবনের পথে চলতে গেলে মানুষ হতে হয়
এই সুন্দর শীতের দিনে তাই প্রকাশ পায়
ভোরের শিশিরের আলোয়।


সকাল বেলার মায়ের হাতের ভাপা পিঠা
সন্তানের চোখে আশার আলো জাগায়
তাই দেখে আমাদের রাত দিন পোহায়।


শীত আমাদের আনন্দ মুখর দিন আনে আর নেয়