হারিয়ে গেছে সে সুবর্ণ অতীত
           যেথায় ছিল না তুমি নামক কারো
   অস্তিত্ব
বেশ কাটতো ক্ষণ দুর ওই অম্বরের
                           পানে চেয়ে।
             সবই তছনছ তুমি
      এলে তাই।
গতানুগতিক নীতিতে নিয়ে
                        গেলে বিদায়।
বললে ফিরে যেতে সে অতীতে।
আজ চেয়ে দেখি সে পথ
                 অবরুদ্ধ।
সম্মুখ-পশ্চাৎ-দক্ষিণ-বাম পুরোটা জুড়ে
           শুধুই তোমার অস্তিত্ব।