রং যদিও বেজায় কালো পাত্র হিসেবে নাকি অনেক ভালো!
মনটা সুন্দর সফেদ, এক দেখাতেই হয়ে যায় অচেনার আপন!
রং যদিও অনেক শ্যামলা পাত্রি হিসেবে সেই ঢেড় ভালো!
মনটা বাহারি রঙ ছটা, আলোক ফোঁটা, অপলক দৃষ্টিতে পাত্রের কাঁদন!
ভাইবেন না, অখুশিতে বেদনার কান্দন! বাইশে ফর্সা সুন্দরী দিয়েছিল তারে আড়ি!
এ কি রকম বাড়াবাড়ি মনের বাড়ির, অপরের হাত ধরে দিয়েছে সে পথ পাড়ি?
চক্ষের সুখতো ক্ষণিকের, চিরদিনের আলাদীনের চেরাগ নয়!
মানুষ তুমি যেমনই হও, সফেদ দিলে নিঃসঙ্গের আশীর্বাদ যেভাবে পালিয়েছ,
বত্রিশের হাত ধরে ঘরের চৌহদ্দির বাইরে, দুমনা একত্রে খুব ভাল থাক,
বাকিটা জীবন, শুধু অভিশাপ দিওনা, কোন পাপ করিনি বলে!
আজকাল পাপীরা পায় দৃশ্যত সুখ, অসহায়রা দুঃখ?
বিধি দেয় আসল সুখ যা চিরদিনের তরে গেঁথে যায় মনেতে,
কোন পাপময় সম্পর্ক ছিলনা বলে! সত্যি সব ভাললাগার জয় হোক,
মিথ্যা পরাভূত হোক, নির্ভেজাল সকল আত্মা সুখি হোক।


------> রেজাউল আবেদীন। ১০.০২.১৭ইং, শুক্রবার।