মায়ের আদর, স্নেহভরা মায়ার আচল, অমলিন মায়ের হাসিমাখা মুখ দেখিনা অনেক দিন,
বড় হওয়ার পেছনে রয়েছে মায়ের নিঃস্বার্থ অবদান, কি করে শোধিব মায়ের ঋণ?
কোথায় মা, দূর আকাশের তাঁরাদের মাঝে নাকি দৃষ্টির পর্দার আড়ালে খোদার কাছে, কন?
মাকে ছাড়া এ জীবন যাতনার, বিষাদের কালো ছায়াঘেরা খাঁ খাঁ করা ধরিত্রী!
মায়ে নিয়েছে কোলে, কাঁখে, দু’বাহুতে জড়িয়ে, পরম মমতা হারিয়ে গেছে এই বুঝি নিয়তি!
যেখানেই থাকুক মা সুখে থাকুক, পরম শান্তিতে জান্নাত রহমত বারি ঝড়ুক তথায়, পরজীবন-অনন্ত অসীম কাল তবে,
এ বসুধায় মাকে ছাড়া সন্তানের সব সুখেরই যেন ষোল আনাই মাটি! ওরে পাষাণ এই কথাই খাঁটি ভবে।