চাঁদ দেয় মিঠা আলো, লাগে কত ভালো
সুজ্যি দেয় তাপ ও আলো, লাগে প্রয়োজনে ভালো!
পৃথিবীর মাটি, ফলে নানান ফুল,ফল-ফসল সবি খাঁটি!
মাটি ফুরে পানি, জীবন টিকিয়ে রাখায় তাই খানি,
চঞ্চলা- চপলা ঝরনা ঝরে পাহাড়ে, দৃষ্টি মাত্রই বিমোহিত হৃদয় জুড়ায় আহারে!
বহমান সাগর, জন্মে নোনাজলে বিনা চাষে বাহারি মাছ ও খাবার!
পাখ-পাখালি, ময়ুর, ময়না, কি যে তাদের রূপ, দেখে মোহিত হয় মানব মন ও চোখ!
আকাশ থেকে জমিনে মিঠা বৃষ্টি, প্রকৃতিতে কত্ত রঙয়ের উদ্ভিদ, গুল্ম-লতার সৃষ্টি।
গাছ গাছালির ছায়ায় ও ঝিরি ঝিরি হিম শীতল বাতাসে প্রাণীর পরাণ জুড়ায়!