আজ অনেকটা সময় জোনাকিপোকার সাথে কাটালাম,
অথচ মুহূর্ত আগেও আমি তোমাকে কেমন জ্বালাতন করলাম,
তুমি আলো জ্বালাতে চাইলে আমি অন্ধকারাচ্ছন্ন ছিলাম।


আজ সারাদিন ঝিনুকের সাথে ছিলাম , আনন্দ সাথে নিয়ে;
ভীষণ আত্মভোলা আর উড়ে বেড়ানোর দিন ছিল আজ,
খুব অল্পের জন্য যে সুখপাখিটাকে রোজ হারিয়ে ফেলছিলাম,
পাহাড় ঘেসে হারিয়ে যাবার মুহূর্তে ওকে বনফুলে হাসতে দেখলাম!


এরকম ভ্রমণে বরাবরের মতো আমি তোমার হাতে হাত রেখেছিলাম,
ঘাসফড়িং এর সাথে রঙ নিয়ে মেতেছিলাম আজ সারাদিন,
কখনো বনফুল কখনো পথে পড়া নাম না জানা পাতা আবার
কখনোবা বাহারি রঙের পাখিটার বুক থেকে রঙ নিয়ে
আমার দুটো হাত রাঙিয়ে দিচ্ছিল,
ঠিক যেমনটি তুমি আমায় সাজিয়েছিলে গত বসন্তে!


আজ সারাদিন আমি ওদের সাথে করে মেতেছিলাম,
ঠিক যেমনটি তুমি আমায় মাতিয়ে রাখো কাল থেকে কালান্তরে!