শহরে যখন প্রচণ্ড কোলাহল ভেসে আসছিল
আমি তখনো ব্যালকনিতে নিশ্চুপ, যেন ধ্যানরত;
নিজের সাথে বোঝাপড়ার সময়টাতেও
কোলাহলের প্রতি আমার দৃষ্টি ছিল পূর্ণ,
তবুও আজন্ম শহরবাসী আমি
অন্তঃপুরে এক অরণ্যবাস লালন করি যেন।


অথচ সভ্যতার সাথে হেঁটে
আমিও লৌকিকতাপ্রিয় হতে চেয়েছিলাম,
কোলাহলমুখর এক পৃথিবীর আহ্বানে
সাড়া দিয়ে হাতে নিয়েছিলাম রক্ত গোলাপ।


একদা এই শহরের সাথে চলেও
আমি ছিলাম বাস্তবিক এক নিঃসঙ্গ প্রেমিক,
আজ আমি লৌকিকতাবিমুখ এক রাজহংস
আমার শহরে বাজে নিঃসঙ্গতার উজ্জ্বল রাগিণী।


১৭-০৮-২০১৭