আজন্ম অন্তঃপুরে যা লালন করতে চেয়েছি
তুমি আমার সেই সে অনুরণন,
আজন্ম যে অপ্রাপ্তি আমায় আক্ষেপ দিয়েছে
তুমি আমার সেই সে অনুভব,
তাই তুমি না থেকেও আছো সম্পূর্ণ মননে,স্পর্শে।


অথচ শুরুর গল্পটা ছিল টলায়মান বিন্দুসম..
একটি সুন্দর মুহূর্তের জন্ম দিবে বলেও অদৃশ্য,
তবুও আত্মবিশ্বাসহীন সে চলায় কোথাও ছিলে তুমি
আমি ছুটেছি, অমসৃণ সেই চলায় ভেঙেছি অচলায়তন।


মাঝে মাঝে ভেতর ঘরে হাহাকার করেছে বিষাদ
ডেকেছি তোমায় খুঁজেছি আদ্যোপান্ত কাব্যময়তায়,
হারানোর যন্ত্রণায় নিঃস্বতা বোধে ছুঁয়েছি বিষাদকাব্য!


দিবসের গল্প গতানুগতিক আজো, অথচ ছন্দময়!
শুধু তুমি আছো বলে, অথচ তুমি ছিলে প্রবাহমান।


আজ নিঃস্বতার এই আধার আমার পূর্ণময়!
ধূসর, মলিন অবয়বে আজ আর বেদনার নীল নয়,
আজ পরিপূর্ণতার নীলাম্বরী সাজে সমগ্র ভুবন তুমিময়।