অপেক্ষার তীব্রতায় ভাবি একদিন বদলে নিব সবকিছু,
শুরু থেকে শেষ কিংবা শেষ থেকে শুরু হোক না যা কিছু!


বদলে নিব একটি শিশুর ভুল সময়ে ভুলের মাঝে ভূমিষ্ঠ হওয়া,
বদলে নিব এই জলের ভাঙ্গন আর সীমান্তের সীমারেখা।
বদলে যাবে অক্ষাংশ, দ্রাঘিমাংশ আর সকল ক্রান্তি রেখা,
বদলে নিব সময়, বদলে যাবে কাল আর যুগান্তরের ঘূর্ণিমালা।


তুমি আর আমি অথবা আমি তুমি সে এই যে হিসাব বাঁধা,
বদলে যাবে সম্পর্কের সকল গাণিতিক ধারা।


চারিদিকে ছড়িয়ে কত প্রাণ কত মোহময়তা,
দূর হতে হাতছানি দেয়া কত শত প্রগলভতা,
অথচ দাঁড়িয়ে আছে যেন এক মৃত্যুপুরী সম
হাতে নিয়ে একমাত্র মায়াডোর সূতিকা মাখা।
কল্পনায় ভেসে বেড়ায় তীব্র এক চলে যাওয়া!


বাস্তবতা আর পরাবাস্তবতার মিশেলে এই যে বেঁচে থাকা,
বেঁচে থেকেও মৃত্যুকে আলিঙ্গন করার এক সুতীব্র বাসনা,
হয়ত বদলে যাবে সেদিন জীবনের সকল দেনাপাওনা।।