হে গোলাপ তুমি কাল ফুটবে এ জগতে,
মাতবে ভ্রমর ওগো তোমার সেই রুপেতে।
তোমার শোভাতে ভ্রমর হয় যে মাতাল,
মাতাল না হয়ে যাবে সে কোন স্থল।।
তোমার কাজ শুধু সৌন্দর্য দেখানো ,
রসাতলের নিয়ে যাওয়া নয়, ভ্রমর কে বোঝানো।।
না বোঝাতে পারলে ভ্রমর খেয়ে যাবে মধু,
ভ্রমর গণে বলবে সে নিশ্চয়ই করেছিল কিছু যাদু ।।
ভ্রমর মধু খেয়ে পালাবে আর তোমায় না দেখা দেবে,
বিষগ্ৰাহী সে,আছে যত বিষ,তা সব ঢেলে দিয়ে যাবে।।
তথাপি তোমায় বাঁচতে হবে ,শুধু তোমারই জন্য;
তুমিতো প্রেমিকের খোঁপায় জড়ানো , ওরা সবাই বন্য,
তোমায় নিয়ে কত কবি বেঁধেছে হাজারো কবিতা ,
তুমি সর্বোত্তম, শত উপামাকৃত,তুমি নওতো আশ্রিতা
তোমায় নিয়ে বেঁধেছি আমি এই ক্ষুদ্র রচনা ,
তুমি আমার অতিব প্রিয় আমার কাব্যের প্রিয়তমা ।।