ওরে ওই সে নীল দিগন্তে ,সে এলো বুঝি-
মন বিহারে,ব্যাকুল সেতারে,ভোরে ওঠে আঁখি —
বনের পুষ্প যারা,
ফুটিয়ে কুসুমকলি তারা -
আবেগী হয়ে মনোহারা,কুঞ্জে কুঞ্জে বহে সাকি!!
সৌরভ ও গৌরবে তার-
চাতক ভুলে আহার-
অক্ষত তার রূপ বাহার,তাই'তো তাঁরে খুঁজি!!
ধূসর আঁখি মোর,
অকুল বেদনা ভোর-
তৃষিত হৃদয় মোর,পরশে আবেশে তাঁরে খুঁজি!!