তব ছায়াতলে দাও হে আশ্রয় মোরে,
জনমভ‌‌রে খুঁজি যেই সন্তোষীবৃক্ষরে!!
যার ছায়াতল স্বর্গ হতে অধিকোত্তম,
ত্রিলোকেত্রিগুধারী সেই পুরুষোত্তম!!
গম ভক্ষনে ঘুরছি প্রভু সহস্রযোনিদ্বারে,
নাভক্ষিলে জগৎ সৃষ্টি হতো কী প্রকারে?
সব দেখে তিনি সেথা কেন ছিলেন চুপ?
নাকি আগেই ভেবেছিল গড়ব মায়া ভূপ?
যাহার ক্রিয়ায় মানব সদাই থাকে অস্থির
তাই দেহচিত্ত ক্রমে হারায় দীপ্তবোধিস্থির!
প্রস্ফুটিত হলে যবে সে সুগন্ধিকামপুষ্পকুঁড়ি,
তা ভক্ষিতে সাজে সে নববধূ হয়েও,অতিবুড়ি!!
কাম কামনা চক্ষু পলকসম ধরে রাখা দুষ্কর ,
রাখিলে ধরে ভাই  তাঁরে পাবে গো পুরষ্কার !!
গুরুবিদ্যার চৌর্যবৃত্তি দমসাধনার লক্ষ্য স্থিতি,
কামের সে সন্ধিক্ষণে চালও হাওয়ার উর্দ্ধেগতি!!
দমের ঘরের খেলা গো ভাই সেই খেলিতে পারে,
রিপুর সঙ্গে সমর করে যে পরাস্ত তাঁরে করে!!
কাম রিপুকে বধ করে গো যে রাখে ভূবনে ,
অষ্ট স্বর্গের সে ধারধরে না সদাই স্বরে নির্জনে!!
ধর্ম অর্থ ধরে রাখা তাঁরে ধরতে পারে ক’জনা ,
যেরূপে পদ্মপাতায় জল থাকিলে স্থির রহেনা!!
হাওয়ার ঘরে ফাঁদ পেতে ভাই দম ছাড় দমে দমে,
দমের সাধন সিন্ধি শিখলে ফিরবেনা কোনক্রমে!