বিষকন্টকবাহি এক দানববৃক্ষ ভূমিষ্ঠ
হয়েছে এই আমার মরুদ্যানে;
বিরহের জ্বালায় তা হচ্ছে বড়
পানি,মাটি আর বাতাস বিহনে!!


চেয়ে চেয়ে দেখে সে ওই মরুপ্রান্তরে,  
যেন সে আছে কাহার দীর্ঘ অপেক্ষায় ;
বেদনার বালুকা সহিত গেঁথেছে মাল্য
পরা'ব বলে প্রেয়সীর গলায়!!


অনাবৃত আসমানে কেবলই চেয়ে থাকি
কিঞ্চিত প্রেমর পরশ হেতু ,
প্রণয়ীর ওই সে মরীচিকার পানে
ছুটেছি কতই না পিছু !!


সবুজ আজ মিশেছে তাঁর
তপ্ত- শুষ্ক সেই বালিতে ,
বর্শাফলক স্বরূপ আঘাতহানে
বিরহের সেই আঁধিতে !!


এ যেন এক হেমলকবিষ হয়েছে,
সে এখন যেন  বিষগ্ৰাহী ;
এ যে তাঁর করুণাবস্থা,
এজন্য বল  প্রিয় কে দায়ী ??