গাঁথিনু বিরহ গীতি,বসিয়া নিরজনে -
নিশি কাটিয়া ভোর হইল,চেয়ে আসমানে—
শুকালো প্রেম মুকুল,
বেদনায় হয়ে আকুল ,
ব্যথিত হয়ে বনফুল, কাঁদে বিরহ গানে!
আমার বিরহ কলি ,
দেবো চরণে ঢালি,
ওহে চোখের বালি, এসো মোর পরানে্ !
আছে সুখি তটিনীরা,
মিশে মোহনায় তাঁরা,
ওগো আমি ,তুমি হারা, বাঁচি কেমনে!