ভব সাগরে প্রেম তরী বহে নিরন্তর,
আঁখি ছলছল প্রিয়,প্রেম পরাৎপর!
ঐ দূর দিগন্ত ধূসর হয় ক্ষনে ক্ষনে-
বেদনার শক্তিশেল বিঁধে মোর পানে!
কৃপা দৃষ্টি নিক্ষেপিয়া চাহ প্রিয় মোরে-
অসাড় এ নিথর দেহ তব বিরহ জ্বরে !
শত নিশি হইলগত প্রিয় তোমা বিহনে
ভূরুক্ষেপ নাই তবু আমার আসমানে!
যন্ত্রনার পাহাড় উৎঘাটিত তব বিচ্ছেদে,
নিঠুর তুমি প্রেয়সী,আছো নিজ প্রমোদে !
প্রিয় ক্ষনে ভাসে ক্ষনে রহে এই নয়ন শার্শিতে,
মনে ছিল আশা তাঁরে রাখিব পারন আরশিতে !
হেন সমীরণের মৃদু আভাতে ডাকিছে তোমারে,
রহিওনা তুমি অতি-অভিমানী,বেদনার বিহরে!