বারংবার হেঁটেছি সেই পথে,পেয়েছি আঘাত প্রতিবার-
বেদনার প্রাচীর হয়েছে উন্মুক্ত,বন্ধ হয়েছে সুখের দ্বার !!
অবহেলা এক অনাদি শক্তি,সে করে দেয় সবারে বাকরুদ্ধ,
নির্বাক সে শক্তিশেলে তৈয়ার করে আড়ম্বরপূর্ণ এক রাজ্য!!
যারে তুমি রাখিবে অতি-যতনে,ওসে চোখের রেটিনায়-
সমানে সে অতীব সতী,পিছনে বিভীষণ সে সব সময় !!
ঈশ্বরের সৃজিত এ প্রেমের গ্ৰহে আজ অ-প্রেমের মাত্রায় বেশি ,
জীবনের স্বল্প পরিসরে বাক্যাঘাতের খত তাই সমানে দেখি !!
বাস্তব যেন স্বপ্ন সদৃশ,তৃপ্তিদায়ক হওয়ার আগেই হয় স্বপ্ন তাস,
চিন্তা জ্বরে,বেদনার পাহাড়ে করেছে আমারে আজ করালগ্রাস !!
স্বজন হারানো আত্মগ্লানির আনে সে নিত্য-নতুন সমাচার -
আঁকড়ে ধরতে চেয়েছি,তবুও পরিজনের হাতেই হয়েছি ব্যবহার!!