আমাদের চাষাবাদ রোজ পায় অক্কা,
রোজরোজ কতবার খায় কত ধাক্কা।

কৃষকের জীবনেরই নাই কোনো সুখ,
ছোট প্রাণ দেহে সদা করে ধুক পুক।

নদী হতে জলটুকু আসে বাপু ভেসে,
সেই জল বেচা হয় আমাদের দেশে।

সার কেনে ঘর বেচে হালে গরু নাহি,
খর তাপে মন প্রাণ করে ত্রাহি ত্রাহি।

দিনে দিনে আসে কত শত ঝড় বন্যা,
থেমে গেছে চাষ বাস থেমে ঘরকন্না।

তারা করে চাষাবাদ দাম খায় চোরে,
ন্যায্য দামের তরে দ্বারে দ্বারে ঘোরে।

কত চাষা চলে গেছে সব কিছু ছাড়ি,
বাবার দাদার পেশা ভিটে মাটি বাড়ি।

তাতেও খোলে না'ক এ রাষ্ট্রের চোখ,
মুখে মুখে নেয়া হলো কতো উদ্যোগ।

প্রণোদনা লুফে নেয় সেই সব ঠগীরা,
কৃষকের হক খায় চোর প্রতিযোগিরা।

এই যবে হালচাল চাষা ভুষা পরবাস,
বেহায়ার মতো তারই করছি সর্বনাশ।

পদ তলে মাটি নাই মনে নাই সুখতো,
তথাপিও বলি বাপু এনে দিবে মুক্তো।

হায় চাষাভুষা হায় আশাবাদী জনতা,
আশা ছাড়া বাকিটুকু শুধু অজ্ঞানতা।

নেই ঢাল তলোয়ার তাও দিবে টক্কর,
বিষ নেই তার ফের কুলোপানা চক্কর।

           ------*****------
তারিখঃ৩০/০৬/২০২১ইং
সময়ঃ১০:০০ ঘটিকা/মাওয়া